বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প কার্যালয় ফোরামের সভাপতি ২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান ভূইয়াঁ ।
এ সময় আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রু মং মার্মা,সদর ইউপি সদস্য আব্দুল মুবিন মেম্বার,বাজার মার্মা পাড়ার কার্বারি থোয়াইসু মং মার্মা,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম রিপোর্টার্স ক্লাব এর সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া,এনজিও প্রতিনিধি, ইউনিয় পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের ৪'জন উপকারভোগী সদস্য,ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা উপস্থিত ছিলেন।
ফোরামের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ বিগত সভার রেজুলেশন ও সিদ্বান্ত সমূহ পাঠ উপস্থাপন করেন। এছাড়াও ইউনিয়নের পাড়া পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অগ্রগতির সম্ভাবনা তুলে ধরেন তিনি।
ফোরামে জানানো হয়, উপজেলার ৩ টি ইউনিয়নে ২৭ টি পাড়া পর্যায়ে কারিতাস প্রত্যন্তঞ্চলের পিছিয়ে পড়া প্রায় সাড়ে ৬ শ জন উপকারভোগী নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। আলোচনা সভায় পানি সমস্যা নিরসনের করনীয়, আগুন লাগার রোধে করনীয়, উপকারভোগীর বাজারে কৃষি পন্য বিক্রির স্হান নিধারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।