ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

আশুলিয়ায় ৬ আ'লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

মোহাম্মদ আকতারুজ্জামান, আশুলিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ১২:১২:০০ অপরাহ্ন | রাজনীতি

ঢাকার আশুলিয়ায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৬ আওয়ামী লীগ নেতাকে পদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ।

সোমবার রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় এক বৈঠক শেষে বহিষ্কারের সুপারিশের বিষয়টি জানান আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন। 

বহিষ্কারের সুপারিশ করা ৬ নেতা হলেন- পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম,শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাইদুর মাস্টার, আশুলিয়া থানা যুবলীগের সদস্য সজীব, আশুলিয়া থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। 

আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও বিদ্রোহী হওয়ায় তাঁদের পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। জেলা কমিটির মাধ্যমে আমরা সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছি।