ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বেরোবি শিক্ষার্থী রিশাদকে বাঁচাতে 'কনসার্ট ফর রিশাদ' আয়োজন করতে যাচ্ছে টঙের গান ও বেরোবি শিক্ষার্থীরা:

মো. রিফাত ইসলাম, বেরোবি প্রতিনিধি ; | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪:০০ পূর্বাহ্ন | শিক্ষা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) মার্কেটিং  ১১তম ব্যাচে ডিপার্টমেন্টে ১ম হওয়া মেধাবী শিক্ষার্থী, রিশাদ কবির দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। বর্তমানে তার কিডনি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। দ্রুত ট্রান্সপারেন্ট না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিডনি ট্রান্সপারেন্ট করতে ২৫ লক্ষ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আগামী ২৭ সেপ্টেম্বর রংপুর জেলা স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল টঙের গান 'কনসার্ট ফর রিশাদ' নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছে, যেখানে সহযোগিতা করছে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কনসার্টে যুক্ত হবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, জলের গান, বায়োস্কোপ, রিদয় জেজে এন্ড ফ্রেন্ডস এবং টঙের গান। কনসার্টটির টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ রিশাদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এছাড়া কনসার্টের ভিতরে আলাদা ডোনেশন বুথ থাকবে। রিশাদকে বাঁচাতে  সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।