ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ইবির দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনের প্রতীকী চিত্র

ইবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ১২:০৪:০০ পূর্বাহ্ন | শিক্ষা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। আন্দোলনের প্রতীকী চিত্রাঙ্কনের মাধ্যমে সেসব স্মৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমরাব (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন করতে দেখা যায় তাদের। 
 
আল কুরআন বিভাগের শিক্ষার্থী সাকিব মুনাইম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈরাচারী সরকারের পতনের এই ঘটনাকে স্মরনীয় করে রাখার জন্য কিছু স্মৃতি চিহ্ন অঙ্কন এবং আন্দোলনের স্মৃতি ধরে রেখে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করা। 
 
চারুকলা বিভাগের শিক্ষার্থী শৈলী বলেন, 'গ্রাফিতির মধ্য দিয়ে প্রতিবাদ সুর ফুটে ওঠে। ন্যায়ের কথা, সাধারণ মানুষের দাবির কথা উঠে আসে। গ্রাফিতি ও আলপনা করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য ছিলো ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও দেয়ালে যে পলিটিকাল চিহ্নগুলি মুছে ফেলে আমাদের কথাগুলো তুলে ধরা এবং কোন রকম বাঁধা ছাড়াই আমরা সেটা করতে সক্ষম হয়েছি।' 
 
চারুকলা বিভাগের শিক্ষার্থী হাদি বলেন, গ্রাফিতির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সাম্প্রতিক চেতনাকে তুলে ধরছি। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজিয়ে তোলা ও বিবর্ণ দেয়ালে আমরা আগামীর স্বপ্ন আঁকছি। সবাই মিলে সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমরা স্বেচ্ছায় নিজস্ব অর্থায়নে ও কিছু ফান্ডিংয়ে একটি নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে দেশপ্রেমের বাণী দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। 
 
এ বিষয়ে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, এইটা খুবই ভালো একটা উদ্দ্যোগ। সাধারণ শিক্ষার্থীরা যে একটা সুষ্ঠু কালচার চাচ্ছে সেটা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। একাজ সামনে আরও বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি অন্য সংগঠনগুলোর নিজ নিজ জায়গা থেকে গ্রাফিতি অঙ্কের প্রতি উৎসাহী করেন।