জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী ও বিনামূল্যে বই পড়ার জনপ্রিয় সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘আনন্দলোকে উৎসব’ উদযাপিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) গ্রীন আর্কিটেক্টের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে নানা আয়োজনে এটি উদযাপন করা হয়। এসময় জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে হুমায়ূন কর্ণার, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির ইবি শাখা প্রতিনিধি মামুন হোসেন, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইসমাইল হোসেন রাহাত, সাজ্জাদুল্লাহ শেখ, সায়েম আহমেদসহ সংগঠনটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ফরিদপুর, বগুড়া, পাবনা সহ মোট ১০টি শাখায় বইয়ের পাখি হয়ে বিনামূল্যে বই পড়ানোর সেবা করে যাচ্ছে বই-বিহঙ্গ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি মামুন হোসেন বলেন, বই-বিহঙ্গ তার কার্যক্রমের মাধ্যমে সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে অনবরত কাজ করছে। বই এমন একটি পাখি যা মানুষকে কল্পনার অসীম আকাশে উড়তে সাহায্য করে। বই একজন মানুষের মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমেই সুস্থ জাতি গঠন সম্ভব। মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই-বিহঙ্গ। একাডেমিক পড়াশোনার বাইরে বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও একজন ভালো মানুষ হওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা আগামীতে ক্যাম্পাসে আজকের মতো অনেক অনেক সাহিত্যপ্রেমী বইয়ের পাঠকের সমারোহে এমন আয়োজন হোক।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বই-বিহঙ্গ। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই-বিহঙ্গ প্রায় এক হাজারেরও বেশি চিঠি সংগ্রহ করে।
এ ছাড়াও সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই-বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চলতি বছরের ভয়াবহ বন্যায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৫০০টির অধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বই-বিহঙ্গ পরিবার।
বায়ান্ন/এসএ