কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পালাতক আসামী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির তিন (আরসা) সদস্যকে আটক করেছে র্যাব-১৫ ও ৮ এপিবিএনের সদস্যরা।
বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুর ২টায় ক্যাম্প-১৮ এলাকায় র্যাব ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১২ এর জি ব্লক ১২ এর মৃত নুর আলমের পুত্র আছমত উল্লাহ(২১), ক্যাম্প-১৮ এর কে-৯ ব্লকের মাওলানা রহমত উল্লাহর পুত্র আব্দুর রহমান (২৭) এবং একই ক্যাম্পের ব্লক কে-৮ এর মৃত ফকির মাহমুদের পুত্র আবু সামা (২৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ৩রা মার্চ (শুক্রবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত আসামিদের ক্রিমিনাল রেকর্ডপত্র যাচাই করে জানা যায় আছমত উল্লাহ (২১) এর বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৫৫, তারিখ- ২৭/০২/২০২৩ খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪ ধারা ও আব্দুর রহমান (২৭) এর বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-২২, তারিখ-০৭/১০/২০২২ খ্রিঃ ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ ধারা এবং আবু সামা (২৮) এর বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-১৮/১২/২০২২ খ্রি:, ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪ ধারার মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।