সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কারনে প্রতিষ্ঠান গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা৷ পরে গেটের বাইরে আন্দোলন করেন শিক্ষার্থীরা৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভিতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ৷ "অতিরিক্ত ফি কেন, কলেজ তুই জবাব দে " এ স্লোগানে মাঠে আন্দোলন করছে শিক্ষার্থীরা৷
ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২৩৩০ টাকা সাথে বাড়তি কিছু ফি যুক্ত হবে৷ কিন্তু এটা বাড়িয়ে ৪৫৮০ টাকা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ যা একেবারে শিক্ষার্থীদের ওপর নির্যাতন৷ এটা উনারা লুটেপুটে খায়৷
আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী ডিগ্রি কলেজে নেওয়া হচ্ছে ২৮০০ টাকা আর আমাদের ৪৫০০ টাকা৷ একই নিয়মে দুই কলেজের দুই রকম ফরম পূরণের ফি হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি এর বাইরে একটাও বেশী দিবনা৷ যদি না মানা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, এখন ব্যস্ত আছি৷ বিষয়টি সমাধানে আমরা বসেছি।