শনিবার বেলা ১১টায় বাড়ির শয়নঘরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা তৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দুজন হলেন সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)। সোহেল মন্ডল পেশায় দিনমজুর ছিলেন।
গোপীনাথপু ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আলাদীপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক জানান, শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাইরে এসে লোকজনের সঙ্গে গল্প করে ঘরে চলে যান। বেলা ১১টার দিকে খবর পান, সোহেল ও তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে একই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বাড়িতে গিয়ে দুটি মরদেহ দেখতে পান। কী কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন তা তিনি জানতে পারেননি। পুলিশ ঘটনাস্থলে এসেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক দৈনিক বাংলাকে বলেন, স্বামী ও স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাব।