ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

কানাইঘাটে আশ্রয়ন প্রকল্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কানাইঘাট প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ ০৯:৪৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 



সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন কানাইঘাটের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রথমে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের জন্য হস্তান্তরিত গৃহ (আশ্রয়ণ প্রকল্প) পরিদর্শন করেন। এ সময় তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রী উপহারের সরকারি ভাবে জমি সহ পাকা ঘর পেয়ে সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুখে-শান্তিতে সুন্দরভাবে বসবাস করছেন বলে বিভাগীয় কমিশনারকে জানান। প্রত্যেক পরিবারের আঙ্গিনায় বিভিন্ন জাতের সবজি বাগান ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পুনর্বাসিত ভ‚মিহীন ও গৃহহীন পবিরারের সদস্যদের তাদের সন্তানদের লেখাপড়া করানোর আহŸান জানিয়ে বলেন, পুনর্বাসিত পরিবারের সদস্যরা যাতে করে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে সুন্দরভাবে বসবাস করে তাদের জীবনমানের উন্নয়ন করতে পারেন এজন্য সরকার সব-সময় তাদের পাশে থাকবে বলে জানান এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রামপুর আশ্রয়ণ প্রকল্পের বসবাসরতরা এ সময় বিভাগীয় কমিশনারকে তাদের আঙ্গিনায় ফলানো লাউ উপহার দেন।

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার কানাইঘাট ডাক বাংলোর পাশে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ, উপজেলা ভ‚মি অফিস ও সদর ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করেন।

দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে উপজেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন মতবিনিময় করেন। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির পরিচালনায় মতিবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন সহ প্রতিটি দফতরে সেবা তাৎক্ষণিক জনসাধারণের দূরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহŸান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ রাহাত বিন কুতুব, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। জনপ্রতিনিধিরা বর্তমান সরকারের আমলে কানাইঘাটে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড হচ্ছে উল্লেখ করে কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কের দ্রুত সংস্কারের দাবী জানান বিভাগীয় কমিশনারের কাছে।

সিলেটে যাওয়ার পথে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।