ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

কালীগঞ্জে ৫’শ ৩০পিচ ইয়াবাসহ আটক-১

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : রবিবার ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ বারো বাজার এলাকা থেকে ৫’শ ৩০পিচ ইয়াবাসহ আব্দুল্লাহ আল-মামুন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন বারো বাজার মিঠাপুকুর গ্রামের রুহুল আমিনের ছেলে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন তার বাড়িতে বিক্রির জন্য ইয়াবা মজুদ রেখেছে। তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হলে তার শিকার উক্তি মোতাবেক শোবার ঘরের খাটের টুলবক্রের ড্রয়ার থেকে ৫’শ ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত।