ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

কুষ্টিয়ায় থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ

এস,এম,রাসেল হাসান,কুষ্টিয়া | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১:১৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ছয়টি উপজেলা সাতটি থানা নিয়ে গঠিত কুষ্টিয়া জেলা। ১৯৭৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর সীমানা নিয়ে বাধে ঝামেলা। বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ কুষ্টিয়া জেলার মধ্যে এবং কিছু অংশ ঝিনাইদহ এর মধ্যে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ঠিকানা নির্ধারণ করতে ঝিনাইদহ জেলার অংশটুকু কুষ্টিয়ার মধ্যে যোগ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা গঠিত হয়।

সময়ের প্রয়োজনে  ঝিনাইদহ জেলা ঘেষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে ঝাউদিয়ায় বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন কয়েকটি ইউনিয়নের হাজারো  বাসিন্দারা। থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে গাছেরগুড়ি, টায়ার ফেলে, রাস্তার মাঝে ফুটবল লুডু খেলে  সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায় কয়েক হাজার মানুষকে।

দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে বারোটার টার পরপর আন্দোলন প্রত্যাহার করেন ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি। এর আগে কুষ্টিয়া ঝিনাদহ মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পরে দূরপাল্লার যাত্রীরা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ ও মিডিয়া) পলাশ কান্তিনাথ বলেন দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন। ১০ ফেব্রুয়ারি ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয় বৈঠক করবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির শাহরিয়ার রুবেল জানান, কুষ্টিয়া জেলার মধ্যে ঝাউদিয়া এবং এর আশপাশ ইউনিয়নগুলো সন্ত্রাসী কবলিত এলাকা। ঝাউদিয়া মনোহরদিয়া সহ এই অঞ্চল থেকে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানায় পৌছাতে অন্তত ৪০ কিলোমিটার ঘুরে যেতে হয়। এই অঞ্চলে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে প্রশাসনের উপস্থিত হতে ঘন্টাখানেক সময় লাগে। তাই আমরা ১৯৯৮ সাল থেকে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া স্থানান্তর করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। ২০২২ সালে ২৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে ঝাউদিয়ায় স্থানান্তর করে "ঝাউদিয়া থানা " এবং ঝাউদিয়া পুলিশ ক্যাম্প কে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে "ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প " করার আদেশ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ-সংক্রান্ত প্রস্তাব উঠলে তা অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে কুষ্টিয়া জেলার ‘ইসলামী বিশ্ববিদ্যালয় থানা"কে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে "ঝাউদিয়া থানা" নামকরণ এবং "ঝাউদিয়া পুলিশ ক্যাম্প"কে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে "ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প" হিসেবে নামকরণ করার নির্দেশনা দেওয়া হয়। সেই মোতাবেক প্রশাসনের কর্মকর্তারা ঝাউদিয়া থানার নামে বেতন অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ঝাউদিয়া, পাটিকাবাড়ি, মনোহরদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা আন্দোলনে নামেন।

থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ইসলামে বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া থানা ঘোষণা দেওয়ার পর আমরা থানার জন্য জমি দিয়েছে। এখন পর্যন্ত থানা  স্থানান্তর না হয় ছয় ইউনিয়নের এলাকা বাসিন্দাবৃন্দ হতাশ হয়েছেন। তাই এখন আমরা আগামী সাত দিনের মধ্যে থানা বাস্তবায়ন না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল আটটা থেকে ছয় ইউনিয়নের বাসিন্দা ঝড়ো হতে থাকে। সকাল ৯:০০ টার সময় বিত্তিপাড়া বাজারে আন্দোলনকারীরা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় অনেক আন্দোলনকারীদের রাস্তায় টায়ারে জ্বালিয়ে, কাঠের গুড়ি ফেলে যানবাহন বন্ধ করতে দেখা যায়। এ সময় রাস্তার দুই ধারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় এ বি থানাকে ঝাউদিয়া থানা নামে ঝাউদিয়ায় স্থানান্তরের চিঠি পেয়েছি। কিন্তু নিজস্ব ভবন সহ অন্যান্য কিছু অবকাঠাম তৈরি না হওয়ায় ধাউদিয়া থানা স্থানান্তর করা সম্ভব হয়নি। আবার একই সময়ে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে থানা প্রতিষ্ঠা করার জন্য আরেকটি চিঠি এসেছে। সব বিষয়গুলো যতক্ষণ করে সিদ্ধান্ত  নেওয়া হবে।