ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ ০৯:০৩:০০ অপরাহ্ন | শিক্ষা

কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলনে অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। 

 মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এসময় ছাত্রলীগ ও বহিরাগতদের হামলা প্রতিহত করতে শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের আক্রমনের সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। 

 

 শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপর হামলা হয়েছে। আজ সকালেও ছাত্রলীগ ও বহিরাগত দুষ্কৃতকারীরা বাস-লেগুনা-মোটর বাইক যোগে বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল এলাকায় অবস্থান নেয় বলে জানতে পেরে সকলে হল থেকে বের হয়ে আসি। আমরা ঢাকা-আরিচা মহাসড়কসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কে টহল দিয়েছি। বর্তমানে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছি। আমরা যে কোনো মূল্যে এই আন্দোলন চালিয়ে যাব। 

 এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, গতকাল রাতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের উপস্থিতে আমাদের উপর যে বর্বাচিত আক্রমন করেছে আমরা তার বিচার চাই। আজকে ছাত্রলীগ নতুন করে আমাদের উপর হামলা করার জন্য ভাড়া করে দুস্কৃতিকারী নিয়ে এসেছে। প্রশাসনকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। আমরা আমাদের ক্যাম্পাসে আর কোনো বহিরাগতকে প্রবেশ করে আমাদের ভাইবোনদের উপর আর কোনো আক্রমনের সুযোগ দিব না।