ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

খুলনা মহানগরীর ঘাট এলাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:২৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২১ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মো. মানিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসী পরীর ৫ নং ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।

নিহত যুবদল নেতা মানিক পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকো কলোনীর মনসুর হাওলাদারের ছেলে।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ