ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৬:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়বে আমীর মাওলনা ইউসুফ আশরাফ বলেছেন, আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। সবাই মিলে গ্রামগঞ্জে, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনের কাজকে আরও তরান্নিত করতে হবে। তিনি বলেন যে সমস্থ নেতৃবৃন্দ কারাবরণ করেছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য বর্তমান সরকারের কাছে প্রধান অতিথির বক্তব্যে তিনি জোড় দাবী জানান।
 
মঙ্গল বার(১১জানুয়ারী)  বিকাল ২টায় সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সুনামগঞ্জ প্রেসক্লাবে জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে, সেক্রেটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। 
 
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মাওলানা ফয়েজ আহমদ, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি প্রভাষক মাওলানা আনোয়ার আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলনা এনামুল হক মোছা, 
মাওলানা সামিউর রহমান মোছা, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দীন চৌধুরী, সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা সানা উল্লা, কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি তারেক বিন হাবীব। সভায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নুর উদ্দীন, মাওলানা মোছা মোল্লাহ, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা ওয়ারিছ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ, বায়তুলমাল সম্পাদক  মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান,
জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলান আবু বক্কর শাহ, মাওলানা সোলেমান হেকিম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা এবি এম নোমান, মুফতী আলী ওয়াক্কাছ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হোসাইন তামীম, মাওলানা এমদাদুল হক প্রমূখ।