ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

গণঅধিকার পরিষদ একক ভাবে নির্বাচন করবে: দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নুর

রিয়াদ হাসান, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ০৭:০২:০০ অপরাহ্ন | রাজনীতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা ২/৪টা আসনে কারও উপর ভর করে এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। গণঅধিকার পরিষদ একক ভাবেই নির্বাচন করবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠনে একথা বলেন তিনি।

অন্তর্ভুক্তিমূলক কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানিয়ে নুরুল হক নুর বলেন, ২০২১ সালে দল ঘোষণার সময়ই আমরা বহুদলীয় গণতন্ত্র, কার্যকর সংসদ, রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনায়ন এবং সংখ্যানুপাতি নির্বাচনের কথা বলেছিলাম। একই সাথে দলীয় প্রধান ও সরকার প্রধান নয়। দলীয় প্রধান একটা দলের প্রতিনিধিত্ব করেন, সরকার প্রধান পুরো রাষ্ট্রের। সেজন্য আমরা বলেছি একই সাথে কেউ দলীয় প্রধান ও রাষ্ট্র প্রধান হতে পারবে না। গত ১৫ বছর শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে 

তিনি আরও বলেন, সে ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। মানুষ এখন পরিবর্তন চায়, মানুষ আর প্রথাগত রাজনীতির পথে হাঁটতে চায় না। তাই আমাদেরও বদলাতে হবে। 

গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, গণঅধিকার পরিষদ বিগত সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে রাজপথে ছিলো , নেতা-কর্মীরা রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আন্দোলনে আমাদের জেলে যেতে হয়েছে উপদেষ্টাদের নয়। সরকার ব্যর্থ হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তাই আমরা চাই না সরকার ব্যর্থ হোক। কিন্তু এ ধরনের সরকারের সফল হওয়ার সম্ভাবনা কম। তাই রাষ্ট্র সংস্কার ও সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার দরকার। 

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

বায়ান্ন/আরএইচ/একে