ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১
৮ নভেম্বরের র‌্যালি সফল করতে ব্যাপক প্রস্তুতি

গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে: ডা. জাহিদ

রিয়াদ হাসান | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ ০৭:৩০:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই আগষ্টে দেশের মানুষের মাঝে য ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যে ফাটল ধরানো যাবে না।

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‌্যালিতে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জগণ অংশ নিবে বলে আশা প্রকাশ করেন ডা. জাহিদ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিএনপির র‌্যালি সফল করতে শৃঙ্খলা উপ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. জাহিদ বলেন, ছাত্র জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি। কিন্তু কিছু লোক গণ মানুষের আন্দোলনকে নিয়ে নানা কথা বলছেন। 

তিনি বলেন, এবারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ৪৭২ জন নেতাকর্মী জীবন দিয়েছেন। বিগত ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। গুম খুন ও নিপীড়নের শিকার হয়েছেন। এখনও  আমরা মামলা থেকে রেহাই পাইনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এখনও মামলা রয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে লড়াই চলছে  দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আরও অনেকে।  

বায়ান্ন/আরএইচ/একে