ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

গণ অনশনে শাবি শিক্ষার্থীরা

রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি: | প্রকাশের সময় : শনিবার ২২ জানুয়ারী ২০২২ ০৮:৫০:০০ অপরাহ্ন | শিক্ষা
 
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশনের শুরু করেছেন। এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী গণ অনশন করতে সাক্ষর করেছে। তারা হলেন, ইফতেখার আল মাহমুদ, সামিউল এহসান শাফিন, ছামিরা ফারজানা। রাত আটটা থেকে গণ অনশন শুরু হয়।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, 'শাবির শিক্ষার্থীরা ফরিদ উদ্দিন আহমেদ কে অবাঞ্চিত ঘোষণা করে আন্দোলনে নামে। ২৩ জন শিক্ষার্থী তিনদিন যাবত কিছু না খেয়ে মৃত্যুর সাথে লড়ছে। তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। শিক্ষামন্ত্রী ঢাকায় আলোচনা করার জন্য আমন্ত্রণ করলেও আমাদের পক্ষে ঢাকা গিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই। কারণ আমাদের প্রতিনিধি দলে অনশনরত একজন শিক্ষার্থী রয়েছে। তাই আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই তিনি যদি একটু সময় বের করে আমাদের সাথে দেখা করতে আসেন।'

তারা আরো বলেন, 'শাবি উপচার্যের পদত্যাগের দাবিতে ৭৫ ঘন্টা টানা অনশন করে শাবিপ্রবির শিক্ষার্থীরা যখন মৃত্যুর দোরগোড়ায় তখনও ফরিদ উদ্দিন আহমেদ তার পদ থেকে পদত্যাগ করেননি। শাবির শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে গণ অনশনের ঘোষণা দিয়েছেন। অনশনরত কারো মৃত্যু হলে তার দায়ভার ফরিদ উদ্দিন কে নিতে হবে এবং তার পদত্যাগ পত্র সচক্ষে না দেখা পর্যন্ত অনশন চলমান থাকবে।'

আন্দোলনকারী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ এবং বাইরের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ না করার অনুরোধ করে।