ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে নায়িকা মাহির নতুন ব‍্যবসা

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০২:২৯:০০ অপরাহ্ন | বিনোদন

সম্প্রতি স্বামীর উৎসাহে ব্যবসায় আগ্রহী হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তায় রোজার শুরুতেই 'ফারিশতা' নামে একটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন মাহি। 

এই নামেরও একটা মাহাত্ব আছে। মাহি যদি কখনও মেয়ের মা হন তাহলে তার নামও ফারিশতা রাখবেন বলে জানান তিনি। এটি তার ভীষণ পছন্দের একটি নাম। 

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। 

রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ। মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।