বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মুখে গেল বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামের প্রায় সবকয়টি থানায় বেশকিছু মামলা রুজু হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মামলা বানিজ্যের মাধ্যমে সুবিধা নিতে চট্টগ্রামজুড়ে ‘মামলা বাণিজ্যে’ তৎপর হয়ে উঠেছে একটি সিন্ডিকেট।
জানা গেছে, সিন্ডিকেটের সদস্যরা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়া, নাম বাদ দেওয়া এবং বিভিন্ন মামলায় জড়িয়ে আসামি করার হুমকি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বিভিন্ন লোকজন ও আসামিদের কাছ থেকে।
চলমান এই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরও।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ চক্রের বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন, বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে রুজুকৃত মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধুচক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।’
এরুপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন, থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং উক্ত মামলাসমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯-এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।’
বায়ান্ন/প্রতিনিধি/একে