ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ৬ ইউপিতে স্বতন্ত্র, ২১টিতে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ ১১:১৮:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ২১টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষ স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণায় দেখা যায়, পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ১৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।  

পটিয়ায় বিভিন্ন ইউনিয়নে জয়ী প্রার্থীরা হলেন- হাইদগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বি এম জসিম, কেলিশহর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সরোজ সেন নান্টু, খরনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুল আলম, কচুয়াই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইনজামুল হক জসিম, ভাটিখাইন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. বখতেয়ার, ছনহরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামশুল আলম, ধলঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রনবীর ঘোষ টুটুন, হাবিলাসদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফৌজুল কবির, কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া ডালিম, জিরি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম টিপু, কাশিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম, কোলাঁগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক চৌধুরী, আশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ হাশেম, জঙ্গলখাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।

এছাড়া এ উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন।  তারা হলেন- দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে মুহাম্মদ সেলিম, শোভনদণ্ডী ইউনিয়নে এহছানুল হক ও বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম শানু।

অন্যদিকে, লোহাগাড়ার উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী- চুনতি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়নাল আবেদীন, পদুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. হারুনুর রশীদ, কলাউজান ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াহেদ, চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হেলাল উদ্দিন জয়লাভ করেছেন।

এছাড়া এ উপজেলায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- বড়হাতিয়া ইউনিয়নে বিজয় কুমার বড়ুয়া এবং পুটিবিলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মানিক।

কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচন কার্যালয়ের সুত্রানুযায়ী, শিকলবাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান তালুকদার এবং জুলধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক জয়লাভ করেছেন।

এছাড়া এ উপজেলার বড়উঠান ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ।  নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল। আশা করছি ভবিষ্যতের নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।