ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

চাঁদপুরে জিওপি,র বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মিজান লিটন,চাদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

গণহত‌্যার সাথে জ‌ড়িত‌দের গ্রেফতা‌র ও বিচা‌রের দাবী‌তে কেন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে চাঁদপু‌রে গণঅ‌ধিকার প‌রিষদ (‌জিও‌পি) বি‌ক্ষোভ সমাবেশ ও স্মারক‌লি‌পি প্রদান কর্মসূ‌চি পালন ক‌রা হয়েছে।

 বুধবার (৫ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে শহ‌রের বাসস্ট‌্যান্ড এলাকায় বি‌ক্ষোভ সমা‌বেশে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ গণঅ‌ধিকার প‌রিষদের উচ্চতর প‌রিষ‌দের সদস‌্য আ‌রিফ তালুকদার।

চাঁদপুর জেলা জেলা গণ অ‌ধিকার প‌রিষ‌দের আহবায়ক কাজী রা‌সে‌লের সভাপ‌তি‌ত্বে ও সদস‌্য সচিব মাহমুদুল হাসানের প‌রিচালনায় আরও বক্তব‌্য রা‌খেন,ঢাকা উত্তরের গণঅ‌ধিকার পারষদ নেতা এস এম গা‌লিফ, জেলা গণ অ‌ধিকার প‌রিষ‌দের যুগ্ম আহবায়ক জা‌কির হোসেন, মোশারফ হো‌সেন, 

জেলা যুব অ‌ধিকা‌রের সভাপ‌তি আ‌রিফ, সদর উপ‌জেলা প‌রিষদের আহবায়ক অ‌লিউল‌্যা, সদস‌্য স‌চিব আল আ‌মিন সোহাগ, যুব অ‌ধিকার কচুয়া উপ‌জেলার সভাপ‌তিন আ‌রিফ হো‌সেন, ছাত্র অ‌ধিকা‌রের সভাপ‌তি ‌জি এম মা‌নিক, শহর ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি পার‌ভেজ সহ আরো অনেকে।এসময় বক্তারা ব‌লেন, জুলাই আগ‌ষ্টের হত‌্যাকারী‌দের এখা‌নো রাস্তায় ঘু‌রে বেড়া‌চ্ছে। সরকা‌রের কা‌ছে আমাদের জোড় দাবী ছাত্র জনতার হত‌্যাকারী ফ‌্যা‌সিবাদী হা‌সিনার দোসররা এখন কি ক‌রে লিফ‌লেট বিতরন করছে। 

গত ৬ মা‌সে এ সরকার জনগ‌ণের আস্থা অর্জণকরার ম‌তো তেমন কোন কাজ দেখ‌তে পা‌রি‌নি।পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।

 

বায়ান্ন/এসএ