ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

চাঁদপুর পুরান বাজারে সেনাবাহিনীর অভিযান: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদপুর পুরান বাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তাকে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরান বাজার কাঠপট্টি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকারিয়া হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু ব্যবসায়ী নকল চাউল প্যাকেট তৈরি করে বাজারে সেগুলি বেশি দামে বিক্রি করছিল। এ সময় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুরান বাজারের এক গোডাউন থেকে নিম্নমানের কম দামি পোলাউ চাউল উদ্ধার করা হয়। এই চাউলগুলো কেমিক্যাল মিশিয়ে নামীদামি ব্র্যান্ড ‘চাষি ভাই’-এর প্যাকেটে ভরা ছিল। ব্যবসায়ীরা এগুলো বাজারে বেশি দামে বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল।

20250220_134128

অভিযানে নকল পণ্য জব্দ

চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের গোডাউনে সেনাবাহিনী অভিযানে অংশ নেয় এবং বিপুল পরিমাণ নকল চাষী ভাই ব্র্যান্ডের পোলাউ চাউল উদ্ধার করতে সক্ষম হয়। গোডাউনের ভিতরে থাকা এসব নকল প্যাকেট জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানিয়েছেন, অভিযানে হাতেনাতে এক ব্যবসায়ীকে ধরা হয় এবং তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। এই ধরনের প্রতারণা রমজান মাসে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।

রোজার মৌসুমে প্রতারণার শিকার স্থানীয়রা

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, রোজা আসলেই কিছু অসাধু ব্যবসায়ী তাদের গোডাউনে নিম্নমানের পণ্য তৈরি করে, সুগন্ধি কেমিক্যাল মিশিয়ে তা নামীদামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে বিক্রি করে। ফলে তারা অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকা আয় করতে সক্ষম হন।

একজন স্থানীয় ব্যবসায়ী জানান, এ ধরনের ব্যবসায়ীরা সাধারণত দলের সাথে আঁতাত করে এসব কাজ করে থাকেন। সেনাবাহিনীর অভিযান আমাদের জন্য আশার আলো।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাদের বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রমজান মাসে এ ধরনের প্রতারণা অনেক বেড়ে যায়, তাই আমরা এই অভিযান অব্যাহত রাখব।

চেম্বার অফ কমার্সের অভিযোগ

চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের ম্যানেজার সঞ্জয় সরকারও অভিযানে উপস্থিত ছিলেন। তিনি জানান, আমাদের গোডাউনটি বেশ কিছুদিন ধরে ভাড়া নেওয়া হয়েছিল এবং এখানে এই ধরনের প্রতারণা চলছে। 

তবে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর অভিযান অব্যাহত

সেনাবাহিনী জানিয়েছে, তারা রমজান মাস উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করবে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবে।

বায়ান্ন/একে