কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ১০০টি দোকান ঘর। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ব্যাপকতায় কুমিল্লা এবং দাউদকান্দির ফায়ার সার্ভিসকে খবর দিলে মোট ৬টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস প্রায় ৫/৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও এরি মধ্যে প্রায় ১০০টি দোকানঘর মালামাল সহ সমপূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।
মাধাইয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের ব্যবসায়িক প্রাণ কেন্দ্রটিই আগুনে পুড়ে গেছে। এখানে বড় বড় ইলেক্ট্রনিক্স, মুদি, কাপড়, জুতা, হোটেল সহ অসংখ্য ষ্টেশনারী দোকান ছিল। সব মিলে ১০০ দোকানের উপরে হবে। যার ক্ষতির পরিমাণ ১০০কোটি ছাড়িয়ে যাবে। একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে একাধিক ব্যক্তি ধারণা করছেন।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আমরা প্রাথমিক তদন্তে প্রায় ১০০টি দোকানঘর পুড়েছে জানতে পেরেছি, তবে ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ