ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

জলঢাকায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১:২৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নীলফামারীর জেলা পরিষদ এর এডিপির অর্থায়নে জলঢাকা  উপজেলার কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। 

সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে 

জেলা পরিষদ এর এডিপির অর্থায়নে উপজেলার ৩ টি ইউনিয়ন  গোলমুন্ডা, শৌলমারী,কাঁঠালী  ইউনিয়নের শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান, 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, প্রমুখ। 

পরে প্রধান অতিথি ৩ টি ইউনিয়নের শতাধিক  কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। 

 

বায়ান্ন/এসএ