ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

জলাশয় ইজারা প্রকৃত মৎস্যাীবি ছাড়া কেউ যেন না পাই: ফরিদা আক্তার

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১২:২৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

কুষ্টিয়া জেলার মানুষ তাকামের উপর ভাসছে বলে মন্তব্য করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর গেলে সেখানে মাঠে তামাক বাদে হয়তো কিছুই খুজে পাওয়া যাবেনা।

তিনি আরো মন্তব্য করেন, সারাদেশের জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যাচ্ছে। ‘সারাদেশেই হাওর-বাওড়সহ অন্যান্য জলাশয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাবে, মৎস্যজীবীরা আরও ক্ষতিগ্রস্ত হবে।

আজ বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘জাল যার, জলা তার’ স্লোগানটি উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 'জলাশয়ের ইজারা যেন মৎস্যজীবী ছাড়া কেউ না পায় সে বিষয়টি পর্যালোচনায় রয়েছে। এ বিষয়ে সম্প্রতি ভূমি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। '

তাৎক্ষণিক মুনাফার আশায় মাছ ও অন্যান্য গবাদি পশুকে অস্বাস্থ্যকর খাবার ও ওষুধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, মানুষের যেমন নিরাপদ খাদ্য দরকার, তেমনই পশুখাদ্যও নিরাপদ হওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খামারি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/আরএস