জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবীতে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৫ জুন ২২ইং বেলা ১২টায় জেলা শহরে মিছিল প্রদক্ষিন করে আশাদুজ্জান মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, স্কুল বিষয়ক সম্পাদক মাছুদা আক্তার, সরকারি কলেজের সভাপতি কলি রানি বর্মন, সাধারন সম্পাদক কামরুল বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিলন প্রমুখ।
বক্তাগণ জাতীয় বাজেটের ২৫ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবি , উচ্চ শিক্ষা সংকোচনের পরিকল্পনা বাতিল, জাতীয় শিক্ষাক্রয় ২০২০ বাতিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পূর্বের নীতি বহাল রাখা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সমস্ত শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।