ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি!

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী : | প্রকাশের সময় : বুধবার ১৮ অক্টোবর ২০২৩ ০৬:৫০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ ভবনের জানালার গ্রিল কেটে ল্যাপটপ, কম্পিউটারের (সিপিইউ), স্ক্যানার, ওয়াই-ফাই রাউটার ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সচিব রহমতুল্লাহ। এ ঘটনায় সচিব ও উদ্যোক্তার কক্ষ থেকে দুটি কম্পিউটার (সিপিইউ), ১টি মনিটর, ২টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, ১টি রাউটার ও ১টি সিসি ক্যামেরা নিয়ে যায় চোরের দল। এতে আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছেন তিনি।

 

রাতে পরিষদে দায়িত্বে থাকা গ্রাম্য পুলিশ রুবেল দে জানান, ‘রাত তিনটা পর্যন্ত জেগে ছিলাম। তখনও সব স্বাভাবিক ছিল। তিনটার পর আমার ঘুম আসে। সকালে উঠে দেখি সব কিছু অস্বাভাবিক অবস্থায় দেখে সকলে খবর দিই।’

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘কে বা কারা ইউনিয়ন পরিষদের একটি জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ল্যাপটপ ও কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।’

 

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুন।

 

তবে এবিষয়ে জানতে বোয়ালখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আছহাব উদ্দীন মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।