জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যার্তদের জন্য গত বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ চলছে। ইতিমধ্যে গত চারদিনে প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যার্তদের জন্য ২০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়েছে আশুলিয়ার আঞ্জুমান গ্রুপ।
সোমবার (২৬ আগস্ট) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের নিচতলায় শিক্ষার্থীদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন আঞ্জুমান গ্রুপের কর্মকর্তারা।
জানা যায়, বন্যার্তদের সহায়তায় আঞ্জুমান গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন। প্রায় ২০ লাখ টাকার নিডো দুধ, লেকটোজিন, লাইটার, মোমবাতি, সেনিটারী পেড, কম্বল, টি-শার্ট, পেন্টসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেছেন।
এ বিষয়ে আঞ্জুমান গ্রুপে কর্মরত এক কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আমরা আঞ্জুমান গ্রুপ থেকে ত্রাণ নিয়ে এসেছি। আমাদের সকল কর্মচারী কর্মকর্তা একদিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় দিয়েছে। আমরা এটা শুরু করেছি কারণ আমাদের দেখাদেখি যদি অন্যান্য গার্মেন্টস গুলা এগিয়ে আসে তাহলে আমরা মনে করছি বন্যার্তদের জন্য এবং বন্যা পুনর্বাসনের সময় সকল জন সাধারণকে আমরা সহযোগিতা করতে পারব। এতে সরকারের চাপও কমে আসবে। সার্বিকভাবে বন্যার্থরাও ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের একদিনের বেতন দেওয়ার মাধ্যমে ২০ লক্ষ টাকার ফান্ড হয়েছিল। এই টাকা দিয়ে আমরা ত্রাণ নিয়ে এসেছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, 'বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর' ব্যানারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ করছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের ত্রাণকেন্দ্রে ব্যাপক সাড়া ফেলেছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যাতে বন্যা কবলিত মানুষের কাছে সহযোগিতা পৌঁছাতে পারি, সেই জন্য বিভিন্ন গার্মেন্টস এর সাথে যোগাযোগ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আঞ্জুমান গ্রুপ আজ আমাদের ২০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী দিয়েছে।