ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১

জামালপুরে আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশের বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি দেশের ১৯৬ টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। দেশের বিভিন্ন জেলার ন্যায় জামালপুরেও বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সে সুবাদে জামালপুরের নারিকেলী রিজিওনালের আওতাধীন ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্রেও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আগত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করা হয়। 

জামালপুর সদর উপজেলার দিগপাইতে আশা’র ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ১২ ফেব্রুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করে। দিগপাইত বকুলতলা জামে মসজিদের খতিব হাফেজ এনামুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদের সম্মানে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এর ডিরেক্টর এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা কামরুল হাসান এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশা নারিকেলী রিজিওনাল ম্যানেজার খাদেমুল ইসলাম। তিনি বলেন, সফিকুল ইসলাম চৌধুরী ১৯৪৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দক্ষিণ নরপতি গ্রামের মরহুম আবুল হোসেন নোমান ও মরহুমা আমিনা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে আশা (এনজিও) সংস্থা প্রতিষ্ঠা করেন। এর সংস্থা মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন টিপরা গ্রাম থেকে সর্বপ্রথম যাত্রা শুরু করে। সফিকুল হক চৌধুরী ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ব্যুরো বাংলাদেশ এর দিগপাইত ব্রাঞ্চ ম্যানেজার কামরুল ইসলাম, বিশেষ অতিথি আশা ছোনটিয়া ব্রাঞ্চ ম্যানেজার রইজ উদ্দিন, জামতলী ব্রাঞ্চ ম্যানেজার সুরুজ্জামান ও ছোনটিয়া সহকারী ব্রাঞ্চ ম্যানেজার কাজল মিয়া বক্তব্য দেন। আলোচনা শেষে আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দু’আ পরিচালিত হয়। এ সময়  আশার স্থানীয় সদস্য, হিতাকাঙ্খী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আশার নারিকেলী রিজিওনালের ম্যানেজার মোঃ খাদেমুল ইসলাম। এরপর আশার হেল্থ ইনচার্জ আমির হামজার নেতৃত্বে গঠিত একটি চৌকস মেডিকেল টিম উপস্থিত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করে। সবশেষে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশা ছোনটিয়া ব্রাঞ্চের অধীন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইন চার্জ আমির হামজা।