ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

টঙ্গীতে ইজতেমায় আখেরী মোনাজাতের সময় ড্রোন আতঙ্কে পদদলিত হয়ে ৪০ জন আহত

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৫৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতের সময় মুসল্লীদের মধ্যে এক অস্বাভাবিক আতঙ্কের সৃষ্টি হয়, যখন একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় উপস্থিত হাজারো মুসল্লী দিগ্বিদিক ছুটতে থাকেন, যার ফলে পদদলিত হয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে টঙ্গীর স্টেশন রোড এলাকার বাসিন্দা শহর বানু (৬০) গুরুতর আহত হন। তিনি জানান, আমি শান্তভাবে মোনাজাত করছিলাম। হঠাৎ সামনে হৈচৈ শুরু হলে মানুষ ছুটোছুটি করতে থাকে। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে আমার পা ভেঙে যায়।

আহত অপর এক ব্যক্তি মিনহাজুল ইসলাম বলেন, আমি টিনশেড মসজিদের ভেতরে মোনাজাত ধরেছিলাম। হঠাৎ দেখি চারপাশে ধাক্কাধাক্কি শুরু হয়েছে। দৌড়ানোর সময় আমার পা আটকে কেটে যায়।

নারায়ণগঞ্জ পুলিশ লাইন এলাকার আয়রন মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) বলেন, এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সবাই দৌড়াদৌড়ি শুরু করলে আমিও পালানোর চেষ্টা করি, কিন্তু ধাক্কায় পড়ে যাই এবং আঘাত পাই।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ