ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

ডিআরইউর নতুন সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল

সালেহ বিপ্লব | প্রকাশের সময় : শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ০৭:০১:০০ অপরাহ্ন | গণমাধ্যম
আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদ প্রতিদিনের আব্দুল হাই তুহিন। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ফলাফল প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান।

DRU-2

সদস্য পদে নির্বাচিতরা হলেন-জুনায়েদ শিশির, আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দিন, আমিনুল হক ভূইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী, মো. সলিম উল্লাহ (এস ইউ সেলিম)। 

এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান,  আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা। 

WhatsApp-Image-2024-11-30-a-2

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। নির্বাচনে ১ হাজার ৭৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।