বাজারে শৃঙ্খলার সৃষ্টি হয়েছে অভিযোগ তুলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। বাজারে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে যোগ করেন তিনি।
বুধবার (নভেম্বর ১৩) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত পিকেএসএফ দিবস ২০২৪ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫০০ টাকা নিয়ে গেল দু-মুঠো শাক ও অন্যান্য কিছু কিনলেই টাকা শেষ হলো। আমি চেষ্টা করছি বাজারে পণ্যের দাম কমানোর জন্য। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। আমি প্রধান উপদেষ্টাকে বললাম, বাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে।
ভালো প্রতিষ্ঠানের বড্ড অভাব আক্ষেপ করে অর্থ উপদেষ্টা বলেন, বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই, সেখানে স্বচ্ছতার অভাব জবাবদিহিতার অভাব। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি যে, তুমি এটা দেখ।
সার্বিকভাবে বাংলাদেশের সম্ভাবনা আছে প্রত্যাশা করে, দেশের কৃষক মজুর ও পোশাক শ্রমিকের অবদানের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মানুষের সঙ্গে মিলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো। আমরা দায়িত্ব পালন করছি। আমরা শর্ট টার্ম সংস্কার করবো লং টার্ম সংস্কার করবো না। লং টার্ম সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা চাইলেই সব কিছু পারি না, আমাদেরও কিছু বাধা আছে।
বায়ান্ন/এমএমএল/একে