ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

দেবহাটায় সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষককের অপসারন দাবি

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ১১:২০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া বিপুল পরিমান সরকারি বই চুরি করে পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সখিপুর মোড় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হাসান ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মরুদ্বন্ড। আর জাতির সই মেরুদ্বন্ড তৈরির মূল কারিগর হছেন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমশিম খাচ্ছে সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমাণ বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের বিনিময়ে সাতক্ষীরায় পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। শুধু তাই নয় উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মোটা অংকের টাকার বিনিময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি অনিয়ম ওর স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে অভিযোগ তুলে তার অপসারণ এর দাবি জানান বক্তারা ।    

উল্লখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তহিরুজ্জামান। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যান বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম থানায় সাপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী তার অপসারণর দাবি জানিয় আসছেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ