ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

দৌলতদিয়ায় রাজধানীমুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ এপ্রিল ২০২৩ ০২:২২:০০ অপরাহ্ন | জাতীয়

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢল দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। যানজট না থাকায় মহাসড়ক, ফেরি ও লঞ্চে যাত্রীদের কোন ভোগান্তিতে পড়তে হয়নি। স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারছেন যাত্রীরা। 

তবে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। এদিকে প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে লঞ্চের বিরুদ্ধে। 

কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা যাত্রী সজিব জানান, মহাসড়কে ফেরি ও লঞ্চে তাদের কোনো দুর্ভোগ হয়নি। যানজট না থাকায় এ বছর তারা ভালোভাবে ঈদ করে কর্মস্থলে যোগ দিতে পারছেন। 

মসগুরা থেকে আসা আরেক যাত্রী ইসমাইল ও জাকির হোসেন জানান, ঈদের আগে ও পরে কোনো দুর্ভোগে তাদের পড়তে হয়নি। বেশ কয়েক বছর পর তারা এতো ভালোভাবে যাতায়াত করতে পারছেন। তবে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া নেওয়ার কথা জানান তারা।  

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিনের কারণে মানুষ ও যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি হচ্ছে না। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি ও ১৬টি  লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।