ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

দ্বিতীয় দফায় বাড়ল কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

রকিব উদ্দিন রকি, রাঙামাটি : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৩:৩৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
দেশের চলমান সার্বিক পরিস্থিতি, হ্রদের পানি স্বল্পতা বিবেচনা করে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর বলবৎ থাকা নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ আগষ্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  চলতি বছর ২য় দফায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো। নির্ধারিত তিন মাস মাছ আহরণের নিষেধাজ্ঞা শেষে প্রথম দফায় ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১৫ দিন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এবার আবার দ্বিতীয় দফায় ৯ আগষ্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরো ২৩ দিন নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে। গতকাল বুধবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলাপ্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 
 
অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চলতি বছর ২৫ এপ্রিল থেকে পরবর্তী তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তার অনুযায়ী এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। কিন্তু সে সময়ে মা মাছ ও পোনা ছাড়লেও সেগুলো ছোট থাকায় হ্রদে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে এলেও কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বাড়তে পারেনি। তাছাড়া দেশের চলমান পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখা দরকার। তাই এসব বিষয় বিবেচনা করে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ৩১ আগষ্ট পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক।
 
তিনি বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ শিকার, আহরণ, বিপণন, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ সময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, রাঙামাটি জেলা বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূইয়া, জেলা মৎস্য কর্মকর্তা, রাঙামাটি জেলা পুলিশ প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য যে, প্রতি বছরের পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। তবে গত বছর কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক কমে যাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১২ দিন আগেই বন্ধ করা হয় মাছ আহরণ। আবার তিন মাসের নির্ধারিত সময়ে হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় দুই দফায় আরও এক মাস ১২ দিন বন্ধের সময় বৃদ্ধি করা হয়। চার মাস ১২ দিন মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে ফের মাছ আহরণ শুরু হয়। এবারও নিষেধাজ্ঞার সময়েও পর্যাপ্ত পরিমান পানি না থাকায় এবং বর্ধিত সময় শেষে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে ৩১ আগষ্ট পর্যন্ত করা হয়ছে। এই বর্ধিত সময় শেষে দেশের সার্বিক পরিস্থিতি এবং পানির পরিমান স্বাভাবিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে ফের মাছ আহরণ শুরু হতে যাচ্ছে।