পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ক্ষমতার মধ্যে সবটুকু করছে। তবে এটা শুধু সরকারের বিষয় না, আন্তর্জাতিক বিষয়ও আছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাজারে অন্যায় কোনো হস্তক্ষেপ করা হবে না, প্রয়োজনে সরবরাহ আরও বাড়ানোর মাধ্যমে দ্রব্যমূলের দামটাকে আরো প্রশমিত করার চেষ্টা চলছে।
এরআগে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন (সিলেট বিভাগের দায়িত প্রাপ্ত), সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংদ মহিবুর রহমান মানিক,সাংসদ শামিমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যরিস্ট্রার এম এনামুল কবির ইমন সহ জেলার নেতৃবৃন্দ।