ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

নওগাঁ পৌরসভার মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করলেন কাউন্সিলর সাগর

নওগা প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১২:১৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

নওগাঁর মেয়র নজমূল হক সনির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন একই পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান সাগর। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তার কোন প্রতিকার হচ্ছে না। পৌর মেয়র একক ক্ষমতা বলে তার দলীয় লোকজন নিয়ে পৌরসভা পরিচালনা করছেন। এক্ষেত্রে ক্ষমতার অব্যবহার করে যা খুশি তাই করে যাচ্ছেন তিনি। অন্যান্য পৌর কাউন্সিলররা এ ব্যাপারে প্রতিবাদ করলেও কাউকে তোয়াক্কা করা হচ্ছে না। তিনি বলেন, আমি তিন তিনবার নির্বাচিত মেয়র আমি যেভাবে পৌরসভা চালাবো সেইভাবেই পৌরসভা চলবে। ক্ষমতা আর ক্ষমতার অপব্যবহার নিয়ে চলছে তোলপাড়। পৌর মেয়রের অনিয়ম দুর্নীতি নিয়ে সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করা হয়।  

নওগাঁ পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়র নজমূল হক সনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। তিনি সাংবাদিক সম্মেলনে আরো বলেছেন, জুলাই-আগষ্ট মাসে ড্রেন পরিস্কারের হাজিরা ভিত্তিক লেবারের হাজিরা খাতায় ১৫৭ জনের তালিকা রয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে জুলাই-আগষ্ট মাসে কাজ করেছে ৫৭ জন লেবার। বাকি ৫১জন নাম জালিয়াতিভাবে বসিয়ে তাদের টাকা আত্মসাত করা হয়েছে। ৫১ জনের মধ্যেও  মৃত  ব্যক্তি, রেলওয়ে, হাসপাতালে চাকরী করেন এমন কি ছাত্রদের নামও রয়েছে। অর্থাৎ দীর্ঘ দিন ধরে  মেয়র এককভাবে আধিপত্য বিস্তার করে পৌরসভা চালাচ্ছেন। অভিযোগে আরো বলা হয়, ডে লেবারের মধ্যে ৪৯ জন মেয়র ব্যক্তিগত লোকজন রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অভিযোগ করা হলে গত ২১ মার্চ নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় বিষষটি তদন্ত করেন। 

পৌরসভার প্রধান ফটকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের বিষয়ে কাউন্সিলর আসাদুজ্জামান সাগর দাবি করলে মেয়র বলেন, পৌরসভার আমার আমি কোথায় কার ম্যুরাল স্থাপন করবো সেটা আমার ব্যাপার। এনিয়ে পৌর সভার মিটিংএ হৈচৈই হয়েছে। তার পরেও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থান করা হয়নি। পৌর সভার কয়টি রোলার রয়েছে তা পৌর সভার কাউন্সিলররা জানেন না। যা ইচ্ছে তাই করে পৌর সভা চালানো হচ্ছে। এতে করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মাণে ব্যহত করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে বলা হয়, অভিযোগ গুলো তদন্ত হলেই সব বেরিয়ে আসবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ চঞ্চল হোসেন, এম কে আই রানা ও মোঃ জাবেদ।