ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ মে ২০২২ ১১:৩৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

নবীগঞ্জ উপজেলায় ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সয়াবিন তেলের ডিলার পরিতোষ পাল (মাধুরি স্টোর) ও কাজল রায় (কালী এন্ড সন্স)।

তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করায় তাদের পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এসময় এসআই দূর্গা কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেছে।

নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।