![](https://dainikbayanno.com/storage/chandina-bijoy-pic-2.jpg)
কুমিল্লার চান্দিনায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতুষ্যে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, চান্দিনা থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো পুষ্পস্তবক অর্পন করেন।
দুপুরে চান্দিনা পৌরসভা কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, উপহার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ বক্তব্য দেন এলডিপি মহাসচিব এবং সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।