ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নিখোঁজ হিন্দু নেতার লাশ রেল লাইনের পাশে

টাঙ্গাইল প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১৩ এপ্রিল ২০২২ ০৪:২৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পর দিন গোবিন্দ চন্দ্র আর্য্য (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত গোবিন্দ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যরে বড় ছেলে এবং ইউনিয়ন পুজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক। তিনি ইউনানি ঔষধ কোম্পানির মার্কেটিং প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। পরিবারের অভিযোগ গোবিন্দকে হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিন্দা জ্ঞাপন করে সঠিক তদন্ত করার দাবী জানিয়েছেন। 

স্বজনরা জানান, গোবিন্দ আর্য্য গত সোমবার সন্ধ্যায় নারান্দিয়া বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। সর্বশেষ পালিমা বাজারে তার দেখা যায়। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর আসে। পরে পুলিশ ও পরিবারের লোকজন মরদেহটি গোবিন্দ চন্দ্র আর্যের শনাক্ত করে।  

গোবিন্দ আর্য্যরে বাবা সুভাষ চন্দ্র জানান, তার ছেলে ঋণগ্রস্থ ছিল। গোবিন্দকে পাওনাদাররা বিভিন্নসময় হুমকি ও চাপ প্রয়োগ করে আসছিল। 

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, গোবিন্দ চন্দ্র একজন সামাজিক মানুষ ছিলেন।  তার এ মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায়না। 

টাঙ্গাইল জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করছি। 

 

রেলওয়ে পুলিশ ঘারিন্দা স্টেশন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই সাইফুল ইসলাম বলেন, লাশের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পা ভাঙা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।