ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন নেই: সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা

এম এম লিংকন | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৬:৩৪:০০ অপরাহ্ন | জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতির পরিবর্তনের কোন প্রযোজন নেই বলে মতামত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। এ সিস্টেমই কার্যকর হতে পারে মন্তব্য করে তিনি বলছেন, নতুন কোনো সিস্টেম দরকার আছে বলে মনে করি না। 

তিনি আরও বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক সিস্টেম আছে সেসব দেশে যে এটা ভালোভাবে চলছে এটা মনে করবেন না। এটা আমি জানি। 

সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন সংস্কারবিষয়ক কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

আমাদের যে সিস্টেম আছে, যেটা মানুষের কাছে পরীক্ষিত এ সিস্টেমই কার্যকর করে তোলা দরকার বলে মনে করছেন তিনি।। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।আর সংসদ কয় কক্ষের হবে এটা দলগুলোর ওপর ছেড়ে দেওয়া ভালো বলে মন্তব্য করেন তিনি।

কমিশনের আমন্ত্রণে এসেছিলাম জানিয়ে আবু হেনা বলেন, আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। ১৯৯৬ সালের ১২ জুন সাধারণ নির্বাচন পরিচালনা করেছি। এ সুযোগে অভিজ্ঞতা শেয়ার করেছি। আমাদের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা আহত, নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে আমার সুপারিশ কিছু আছে। তাদের বলেছি, আশা করি তারা বিবেচনা করবেন। আমার সবচেয়ে বড় কথা হলো আমি চাই দেশে একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে, আগামীতে যে নির্বাচন হবে সেগুলো সাধারণ বা অন্যান্য নির্বাচন যাই হোক, সেগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এবং দেশের কল্যাণ যেন হয়।

আইন যতই ভালোই হোক না কেন, প্রয়োগ না হলে সুফল আসে না বলে মন্তব্য করেন আবু হেনা। তিনি বলেন, যত রিফর্ম করেন না কেন, নির্বাচন কমিশনে যোগ্য মানুষ দরকার, যোগ্য কমিশন দরকার। যোগ্য সিইসি ও অন্য নির্বাচন কমিশনার দরকার। তারা যদি যোগ্য না হন তবে সুষ্ঠু নির্বাচন হবে না। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রার্থী নির্বাচন সুষ্ঠু হওয়ার দরকার। ওপর থেকে আরোপ করা নয়। নিচে থেকে উঠে আসতে হবে। ভোটের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী দিতে হবে। এটা যদি সবগুলো দল বাস্তবায়ন করে তবে দেশের জন্য কল্যাণ হবে।

এ সময় নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, উনি (মোহাম্মদ আবু হেনা) যা বলেছেন আমরা এতে উৎসাহিত হয়েছি। উনি বলেছেন আমরা সঠিক পথেই আছি। উনার অভিজ্ঞতার আলোকে সঠিক আছে।  

১৭ থেকে ১৮ মিটিং করেছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। দলগুলোর কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের সঙ্গেও বসবো বলেও জানিয়েছেন তিনি।

অনেক ধরনের মতামত আছে জানিয়ে ড. বদিউল আলম বলেন, এক্ষেত্রে অনেক মতামত বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কমিশনের সঙ্গেও বসবো।

বায়ান্ন/এমএমএল/একে