সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় সুগন্ধা নার্সারির একটি পুকুর নীল শাপলায় অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। বিদেশ থেকে আমদানী করা নীল শাপলার রাজ্য ওই নার্সারির শেষ প্রান্তের পুকুরে থাকায় তেমন একটা চোখে পড়ে না। যারা এই নার্সারি প্রবেশ করেন তাদের অনেকের চোখে পড়ে নীল শাপলার ওই রাজ্য।
সুগন্ধা নার্সারির মালিক মো. দেলোয়ার হোসেন জানান, নীল শাপলা সিলেটের আর কোথায়ও নেই। বছরখানিক পূর্বে ওই শাপলা থাইলেন্ড থেকে আমদানী করেছেন। বংশ বিস্তার করে ওইসব নীল শাপলা এখন পুকুরের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে।
তিনি জানান, বাজারজাত করার উদ্দেশ্যে ওই নীল শাপলা আমদানী করেছেন। সীমিত গাছ হওয়ায় তিনি প্রথমদিকে বাজারজাত করেননি। বংশ বিস্তার হয়েছে। এখন ওইসব গাছ বাজারজাত করবেন।
দেলোয়ার হোসেন জানান, নীল শাপলা সকাল থেকে ফুটতে থাকে। সন্ধ্যা নামার পূর্ব পর্যন্ত নীল শাপলা ফুটন্ত অবস্থায় থাকে। রাতে নীল শাপলা ফুটে না।