![](https://dainikbayanno.com/storage/476375711-967975531554716-7.jpg)
পটুয়াখালীর কুয়াকাটায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গলাচিপার সকল কর্মরত সাংবাদিক এর আয়োজনে গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি মোঃ জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, নয়াদিগন্ত গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, মোহনা টেলিভিশন এর প্রতিনিধি মোঃ সোহাগ রহমান । মানবন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন এর উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনেতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ