ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলা, ধসে পড়েছে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪১:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলার পর— খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদটির ছাদ ধসে পড়েছে এবং উল্লেখসংখ্যক মানুষ আটকে আছেন।

 

পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

 

যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে দোওবা পুলিশ স্টেশন খুবই কাছে অবস্থিত।

 

হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান। এখন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

pakistan-mosque-attack-20230929165631

পুলিশ কর্মকর্তা নিসার আরও জানিয়েছেন, হাঙ্গু মসজিদে হামলার সঙ্গে দুই আত্মঘাতী হামলাকারী জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। অপরজন মসজিদের ভেতর গিয়ে নিজেকে উড়িয়ে দেন।

 

আটকে পড়াদের মধ্যে উদ্ধার হওয়া ১২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

এর আগে বেলুচিস্তানের মাসতাংয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ বাদেই খাইবার পাখতুনখোয়াতেও একই কায়দায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

 

এদিকে জোড়া হামলার পর পুরো পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।