ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যানে বন্দুক হামলা, নিহত অন্তত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৯:৩৪:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীবাহী গাড়িগুলো পারাচিনার থেকে পেশাওয়ারে যাচ্ছিল। পথিমধ্যে হামলার শিকার হয়। 

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে টিএইচকিউ হাসপাতালে চিকিৎসাধীন। জিও নিউজ জানিয়েছে, চার খেল ও মান্দরি এলাকায় বন্দুকধারীরা প্রায় একঘণ্টা ধরে যাত্রীবাহী বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকে নিহত হয়েছে। 

খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলম জিও নিউজকে বলেছেন, হামলার কারণ জানতে তদন্ত চলছে। তিনি নিহতের সংখ্যা ৪২ জন বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আলম বলেছেন, সশস্ত্র বন্দুকধারীরা পাহাড় থেকে গাড়িতে গুলিবর্ষণ করেছে। 

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে টিএইচকিউ হাসপাতালে চিকিৎসাধীন। জিও নিউজ জানিয়েছে, চার খেল ও মান্দরি এলাকায় বন্দুকধারীরা প্রায় একঘণ্টা ধরে যাত্রীবাহী বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকে নিহত হয়েছে।