খাগড়াছড়ির পানছড়িতে উল্টাছড়ি ইউপি-র আলীনগর গ্রামে'র মোঃ হাসান আলী'র বাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে প্রাণনাশের উদ্দেশ্যে টিউবওয়েলে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।
পরদিন ১ মার্চ (বুধবার) সকালে ঐ এলাকার মোঃ হারুনের স্ত্রী ও তার ছোট মেয়ে প্রতিদিনের মতো খাবার পানি আনতে গিয়ে টিউবওয়েলে চাপ দিলে সাদা রংয়ের পানি বের হয় ও পানি থেকে বিষের দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। ফলে তারা বিষয়টি দ্রুত হাসান আলী'র পরিবারকে জানালে তারা থানায় অবগত করেন।
জানা যায়, ঐ এলাকায় পানির সংকট থাকায় সরকারি অর্থায়নে ১৮ বছর পূর্বে টিউবওয়েলটি নির্মাণ করা হয়। যার পানি বর্তমানে নিয়মিত ব্যবহার করছে ঐ এলাকার ২০-২৫ টি পরিবারের মানুষ। তবে আলী'র পরিবার জায়গা সংক্রান্ত বিষয়াদি ও দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে ঝগড়া থাকায় টিউবওয়েলে বিষ প্রয়োগের অভিযোগ করছে প্রতিবেশি হানিফ মিয়ার বিরুদ্ধে।
হাসান আলী'র পুত্র মাসুদ রানা জানায়, প্রতিবেশি হানিফ মিয়ার সাথে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। গত শনিবারও তাদের সাথে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়েও ঝগড়া হয়। মাসুদের অভিযোগ, টিউবওয়েলে বিষ প্রয়োগ করার কাজটি তার প্রতিবেশি চাচা হানিফ মিয়ার'ই।
তবে হাসান আলী'র পরিবারের অভিযোগকে অস্বীকার করে হানিফ মিয়া বলেন, তাদের সাথে আমার পরিবারের দ্বন্দ্ব আছে। কিন্তু তাই বলে আমি টিউবওয়েলে বিষ প্রয়োগ করবো তা ভুল। কারন এই এলাকায় পানির খুবই সংকট। আমার নিজেরও কোনো টিউবওয়েল নেই। সরকারি টিউবওয়েলের সুবাধে আমরাও সেখান থেকে পানি সংগ্রহ করে থাকি। তাহলে আমি কেন নিজের খাবারের পানিকে নিজেই ক্ষতি করবো।
ঐ টিউবওয়েল থেকে প্রতিনিয়ত পানি সংগ্রহ করা পরিবারগুলি জানায়, যে বা যারা এই টিউবওয়েলে বিষ প্রয়োগ করেছে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সহ অতিশীগ্রই পানি শোধনের ব্যবস্থা করা হোক। কারন এই এলাকায় পানির খুবই সংকট।
পানছড়ি থানা'র ওসি মো: হারুনুর রশিদ জানান, আমরা ঘটনাটি শুনেছি এবং বিষয়টি দ্রুত উৎঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।