ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী আলাউদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আলাউদ্দীন (৪৩) মৃত মোকছেদ আলীর ছেলে। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামে। 
 
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহে র‍্যাব-৬ এর হেড কোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কর্মকাণ্ডে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় পৌঁছালে তাকে হত্যার উদ্দেশ্যে হাত বোমা ও আগ্নেয়াস্ত্রসহ গাড়ি বহরে হামলা চালানো হয়।এ ঘটনায় ৩টি মামলা রুজু হয় ।  
সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩  আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে এ ঘটনা প্রমাণিত হওয়ায়  ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। মামলার আসামি আলাউদ্দীন ১৬ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দীর্ঘ সময় আত্মগোপনে থাকে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দিবাগত রাত ২টার দিকে আসামিকে চুয়াডাঙ্গা থেকে র‍্যাব-৬ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।
 
তিনি আরো জানান, গ্রেফতাকৃত আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।