ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফায়ার সার্ভিসকে ১১টি আধুনিক লেডার গাড়ি দিল দুর্যোগ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ০৫:০৩:০০ অপরাহ্ন | জাতীয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১১টি অত্যাধুনিক এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে। শনিবার (১৯ অক্টোবর) পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অনুষ্ঠানে জানানো হয়, এই ১১টি এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ির মধ্যে ৫টি গাড়ি ৩৮ মিটার উচ্চতার, ৪টি গাড়ি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি গাড়ি ৬৪ মিটার উচ্চতার। এই লেডারগুলো বিশেষভাবে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত সাড়া প্রদান এবং আটকে পড়া মানুষকে উদ্ধার করার জন্য অত্যন্ত কার্যকরী। প্রধান অতিথি ফারুক ই আজম তাঁর বক্তব্যে বলেন, "দেশে যেকোনো দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদানকারী বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন এই আধুনিক সরঞ্জামগুলো ফায়ার সার্ভিসের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।"

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক সরঞ্জামের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি ফায়ার সার্ভিস মহাপরিচালকের কাছে গাড়ির চাবির প্রতীকী রেপ্লিকা তুলে দেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা একটি এরিয়েল প্ল্যাটফর্ম লেডার গাড়ির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং বিএমটিএফ-এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

 

বায়ান্ন/এএস