ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ফেঞ্চুগঞ্জে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৬:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মাইশা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে ফেঞ্চুগঞ্জ মোগলপুরের বাসায় মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাধা দোলনায় খেলাধুলা করছিলো। হঠাৎ কোনোভাবে দোলনার দড়িতে মাইশার গলা পেঁচিয়ে গেলে দম বন্ধ হয়ে সে মারা যায়।

তার ছোট বোন গিয়ে তার মাকে জানালে তিনি মাইশাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইশা মারা যায়।