ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
টেকনাফে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন

ফেরার পথে উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের মিছিলে জেলা বিএনপির কোষাধক্ষ্য আব্দুল্লাহর নেতৃত্বে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ১১:১৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে ফেরার পথে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের মিছিলে জেলা বিএনপির কোষাধক্ষ্য আব্দুল্লাহর নেতৃত্বে চোরাগুপ্তা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টেকনাফ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহাদতের উপস্থাপনায় লিখিত বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং তাদের মাগফেরাত কামনা করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২.৩০-১ টারদিকে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের পুষ্প অর্পন ও শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে মিছিলে আব্দুল্লাহর পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল্লাহর নেতৃত্বে সশস্ত্র ৫/৬ টি মোটর সাইকেলযোগে টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমদ শফি, ইউনুচ, রফিক , আজিজ, মুন্না, কালো, মোহাম্মদ করিম, নুর কামাল, শাহ আলম বিপ্লবসহ আরো ৪/৫ জন স্বশস্ত্রভাবে অতর্কিত হামলা চালায়। হামলায় টেকনাফ উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়। এসময় তারা আহত নেতা কর্মীদের মূল্যবান মোবাইল, অর্থ ছিনিয়ে নিয়েছেন । এই হামলায় টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গণি, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হ্নীলা উত্তর যুবদলের সভাপতি মোহাম্মদ হারুনসহ আরও অনেকে গুরুতর আহত হয়।
সংবাদ সম্মেলনে হাসান সিদ্দিকী বলেন,
দলের নাম ভেঙে দলের ভেতর ঘাপটি মেরে থাকা ও সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কোষাধক্ষ্য আবদুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমদ শফিসহ অন্যান্য যাদের সাংগঠনিক দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তাদের পদবী থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপি, কেন্দ্রীয় ছাত্রদল জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নিকট আবেদন জানাচ্ছি এবং তাদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, আলী আহমদ মেম্বার, মোহাম্মদ কাইয়ুম, জোনাইদ আলী চৌধুরী, এড. রশিদুল আলম চৌধুরী, আবদুল আমিন আবুল, নুরুল হুদা, রফিকুল আলম চৌধুরী, ফয়সাল আমিন দুর্জয়, মোক্তার হোসেন, ওমর সাদেক, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম হদয়, কুদ্দুস, হারুন, হেলাল, আনোয়ার প্রমুখ।